আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেনী পৌরসভার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সহায়র উদ্যোগে সোমবার (৭ মার্চ) রাত ১২টা ১ মিনিটে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী অর্ধ শতাধিক নারী পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে উপহার হিসেবে শাড়ি, কম্বল ও উন্নতমানের খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
জেলা প্রশাসক সকল নারী পরিচ্ছন্নতা কর্মীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সমাজে নারীদের অবদান অপরিসীম। পুরুষদের পাশাপাশি নারীরা এখন প্রত্যেকটি ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। নারী পরিচ্ছন্নতা কর্মীদের কাজকে অবহেলা করার কোন সুযোগ নেই। রাতের বেলায় তাদের পরিশ্রমের ফলেই দিনের বেলায় ফেনী শহরের রাস্তাঘাট এতো সুন্দর দেখায়। আমাদের সবাইকে তাদের কাজকে সম্মান দেখানো উচিত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন, ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়-এর সভাপতি মঞ্জিলা আক্তার মিমি।